Site icon Jamuna Television

দাফনের আগে নড়ে ওঠা শিশুটি ভালো নেই

ঢাকা মেডিকেলে দাফনের আগে নড়ে ওঠা শিশুটি ভালো নেই। তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কারো গাফিলতি আছে কিনা সেটি ক্ষতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি জানান, ইতোপূর্বে এমন একটি ঘটনায় চিকিৎসকের অবেহেলা পাওয়ায় তাকে শাস্তি পেতে হয়েছে। এজন্য তদন্ত কমিটি নিরপেক্ষভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

তিনি জানান, শিশুটি ২৬-তম সপ্তাহে জন্ম নেয়ায় তার অবস্থা ভালো ছিলো না। তার পরেও এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন পরিচালক। শিশুটির মা শাহিনুর বেগম আবার তার সন্তানকে ফিরে পেয়ে বেশ খুশি। অলৌকিকভাবে ফিরে আসা সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি। শাহিনুর বেগমও চিকিৎসাধীন আছেন।

Exit mobile version