Site icon Jamuna Television

জিরাফ যেভাবে ঘাস খায়! (ভিডিও)

জিরাফ যেভাবে ঘাস খায়!

পৃথিবীর বুকে সবথেকে লম্বা প্রাণী জিরাফ। তার পা যেমন লম্বা, তেমনই লম্বা গলা। তাই গাছের উঁচু ডালের পাতা খেতে কোনও অসুবিধাই হয় না জিরাফের। কিন্তু এই লম্বা প্রাণীকে ঘাস খেতে দেখেছেন কখনও? সম্প্রতি জিরাফের ঘাস খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

পা অনেক লম্বা হওয়ায় সরাসরি মুখ নামিয়ে ঘাস খাওয়া জিরাফের পক্ষে অসম্ভব। তাই ঘাস খাওয়ার সময় সামনের পা দু’টিকে দু’পাশে প্রসারিত করে সে। তারপর মুখ নামিয়ে ঘাস খায়। তবে বেশিক্ষণ এ ভাবে থাকতে পারে না জিরাফ। ঘাস মুখে পুরেই লাফিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর সেই ঘাস খায়। খাওয়া হয়ে গেলে ফের একই উপায়ে ঘাস খেতে উদ্যত হয়।

ড্যানিলেন অলাদঁ নামের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন জিরাফের ঘাস খাওয়ার এই ভিডিও। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ১ কোটির বারের বেশি। এছাড়া সেটিতে লাইক পড়েছে ২ লক্ষাধিক।

https://twitter.com/DannyDutch/status/1315610251039834113?s=20

Exit mobile version