Site icon Jamuna Television

অটো প্রমোশনের দাবিতে সিলেটে মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন

অটো প্রমোশন ও সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজের কয়েকশো শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা মহামারিতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফ পরীক্ষার নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

অবিলম্বে তা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সেশনজট পরিহার করতে অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের।

Exit mobile version