Site icon Jamuna Television

বিদায়ী বক্তব্যে অঝোরে কাঁদলেন পাকিস্তানি পেসার উমর গুল (ভিডিও)

চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। শুক্রবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

ম্যাচশেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন গুল। নিজের আবেগকে সংবরণ করতে পারছিলেন না তিনি। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অব অনার দেন গুলকে। এ সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

বিদায়ী বক্তব্যে গুল বলেন, আমি শুরু থেকে শেষপর্যন্ত ক্রিকেট উপভোগ করেছি। এটা আমাকে কঠোর পরিশ্রম, শ্রদ্ধা, আত্মনিবেদন ও অধ্যবসায়ের শিক্ষা দিয়েছে। আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি এমন অনেক মানুষের সঙ্গ পেয়েছি, যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।

শুধু সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করেননি তিনি, ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উমর গুল। তিনি বলেন, আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের আমি অনেক ধন্যবাদ জানাই। তারা আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল, বিশেষ করে যখন কোনোকিছু আমার পক্ষে ছিল না। সবশেষ আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সাহস-অনুপ্রেরণায় আমি ক্রিকেট খেলতে পেরেছি এবং আত্মত্যাগের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশ সফর করতে পেরেছি।

একেবারে ক্রিকেটের বাইরে থাকা তার পক্ষে কঠিন জানিয়ে উমর গুল বলেন, আমি আবার ক্রিকেটে ফিরব।

https://youtu.be/PcJtmp2wXTE

ইউএইচ/

Exit mobile version