Site icon Jamuna Television

এবার বলিউডে আসছেন আমির খানের ছেলে জুনাইদ খান

এবার বলিউড যাত্রা করতে চলেছেন আমির খানের পুত্র জুনাইদ খান। তবে কার পরিচালনার ছবিতে জুনাইদ বলিউডে পা রাখছেন তা এখনো জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, আশা করা হচ্ছে, বাবা আমিরের মতো জুনাইদও অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নেবেন। তবে শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হবে জুনাইদের। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি।

বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন রানী মুখার্জিকে নিয়ে।

ছবিতে জুনাইদের বিপরীতে অনন্যা পাণ্ডে, দিশা পাটানিদের নাম শোনা যাচ্ছে। গেলো তিন বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত জুনাইদ। তার অভিনয় বেশ সাবলীল এবং হৃদয় ছোঁয়া বলেই খবর পাওয়া গেছে। তবে বড় পর্দায় কতটা সফল হবেন জুনাইদ তা হয়তো সময় বলবে।

ইউএইচ/

Exit mobile version