Site icon Jamuna Television

নওগাঁ-৬ আসনে ইসরাফিলের হাল ধরবেন নৌকার হেলাল

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। এছাড়া এনপিপি (আম) প্রার্থী ইন্তেখাব আলম পেয়েছেন ৮০১ ভোট।

আত্রাই ও রানীনগর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এবারই প্রথম ইলেকট্রনক ভোটিং মেশিন (ইভিএম) এর ব্যবহার হয় এই আসনে।

আজকের ভোটে ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইসরাফিল আলমের মৃত্যুর পর শূন্য হয় আসনটি।

Exit mobile version