Site icon Jamuna Television

যিশুখ্রিস্টের পর আমিই বিখ্যাত: ট্রাম্প

নর্থ ক্যারোলাইনার গ্রিনভাইলে এক নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার চেয়ে বিখ্যাত কেবল একজন রয়েছেন, তিনি হলেন যিশুখ্রিস্ট।

নির্বাচনী সমাবেশে এক ব্যক্তি ট্রাম্পকে বলেন, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আপনি। তবে ট্রাম্প ওই ব্যক্তির দাবি মানতে রাজি হননি। তখন তিনি ট্রাম্পের কাছে জানতে চান, কে বেশি বিখ্যাত? জবাবে ট্রাম্প বলেন, যিশু খ্রিস্ট। আমি কোনো সুযোগ নিচ্ছি না, তর্ক করছি না। আমি তার কাছাকাছিও নেই।

ট্রাম্পের এই মন্তব্যের কয়েকদিন আগে এক ভিডিওতে জনসভার মঞ্চে ট্রাম্পকে নাচতে দেখা গেছে। ভিডিওটি ফ্লোরিডায় এক সমাবেশের। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।

ইউএ‌ইচ/

Exit mobile version