Site icon Jamuna Television

পিরোজপুরে প্রবেশন মঞ্জুর ব্যক্তিদের ভ্যান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে আদালত থেকে প্রবেশন মঞ্জুর হওয়া ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য তাদের মাঝে ভ্যানরিকসা প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে পিরোজপুর সমাজসেবা অধিদফতর এবং পিরোজপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কার্যালয় আয়োজনে এ ভ্যানরিকসা ও হুইল চেয়ার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম বলেন, সরকার দেশের সকল মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেছে যাতে কোন মানুষ অসহায় অবস্থায় না থাকে। এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে কোন মানুষই গৃহহীন থাকবে না বলেও জানান মন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এ বি এম আক্তারুজ্জামান তালুকদার।

Exit mobile version