Site icon Jamuna Television

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বছরের শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাইসা নামে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাইসা মহেশপুর উপজেলার কদমতলা গ্রামের রাসেলের কন্যা।

পুলিশ জানায়, নানাবাড়িতে বেড়াতে এসে শনিবার সকালে ঘরের বারান্দায় খেলা করা অবস্থায় বৈদ্যুতিক প্লাগে হাত দেয় রাইসা। এসময় শিশুটি বিদ্যুতায়িত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নির্ঝার কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Exit mobile version