Site icon Jamuna Television

শহরে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বইবে ২৩ অক্টোবর

করোনা মহামারির বাধা অতিক্রম করে আগামী ২৩ অক্টোবর আসছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। সম্পর্কের ঘোর , প্রতিশ্রুতি এবং বিশ্বাসের পাগলামির গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমার ট্রেইলার রিলিজ হয়েছে। ট্রেইলার দেখেই সিনেমা পাগল দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। বিশেষ করে সিনেমাটির একটি গান ‘ এ শহর’ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুলেছে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, আমাদের পোস্টগুলোতে সাধারণ দর্শকের মন্তব্য পড়লেই বুঝতে পারবেন মানুষ কতটা আগ্রহ আর ভালবাসা নিয়ে ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তির অপেক্ষা করছে। সিনেমাটি নিয়ে আমরা আশাবাদী ।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শারলিন ফারজানাসহ অন্যান্যরা। সিনেমাটি গত মার্চে মুক্তি দেয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়।

Exit mobile version