Site icon Jamuna Television

গিয়েছিলেন মাছ ধরতে, সীমান্তে মিলল দুই ভাইয়ের লাশ

ফেনী প্রতিনিধি:

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। বজ্রাঘাতে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্বজনরা জানান, ভোরে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে যান গুথুমা গ্রামের দুই ভাই করিম ও স্বপন। সকালে খারিজকোনা এলাকায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ভোরে বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে। তারপরও ঘটনাটি তদন্ত চলছে।

Exit mobile version