Site icon Jamuna Television

ময়মনসিংহের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া গুরুতর আহত তার দুই সহযোগীকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রিয়াদের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ নেতাকর্মী ও স্বজনদের।

পুলিশ জানায়, উপজেলা সদরের পান মহালে চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র তার সহযোগীদের নিয়ে চা খাচ্ছিলেন। এসময় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদের নেতৃত্বে দু’টি সিএনজি দিয়ে ৮/১০ জন সন্ত্রাসী এসে তার উপর হামলা চালায়। এসময় শুভ্রকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেলের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অশেষ কুমার রায় জানান, তাকে ক্রিটিক্যাল অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়। ওয়ার্ডে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। গৌরীপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version