Site icon Jamuna Television

সাতক্ষীরায় চার খুন: ৫ দিনের রিমান্ডে রায়হানুল

সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ বাবা-মা হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে এ আদেশ দেন সাতক্ষীরার আমলী আদালতের বিচারক ইয়াসমিন নাহার। ১০ দিনের রিমান্ড শুনানির জন্য রায়হানকে আদালতে তোলা হয়।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই মামলায় পুলিশি হেফাজতে আছে মালেক নামে আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাতে খালিশা গ্রামে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাহিনুর ইসলাম, তার স্ত্রী সাবিনা, দশ বছরের ছেলে সিয়াম ও আট বছরের মেয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে। মামলা তদন্তের দায়িত্বে রয়েছে সিআইডি।

ইউএইচ/

Exit mobile version