Site icon Jamuna Television

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেল জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। পৃথক প্রতিযোগিতায় নারী পুরুষের মোট ১৩টি দল অংশ নেয়। দুপুর ২টা থেকে রাঙামাটি শহরের বালুখালী এলাকা থেকে উন্নয়ন বোর্ড ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছে নারীদের কায়াক ও সাম্পান বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিগত চার বছর থেকে এ চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

Exit mobile version