Site icon Jamuna Television

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় বিএনপি নেতাসহ আটক ৪

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় বিএনপি নেতাসহ আটক ৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত বিএনপি নেতা স্থানীয় ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শুভ্র।

অভিযোগ, প্রতিপক্ষ দলের ইন্ধনের পাশাপাশি হত্যাকাণ্ডে প্রভাব থাকতে পারে, দলীয় কোন্দলেরও।

শনিবার রাতে, উপজেলা সদরের একটি দোকানে শুভ্রর ওপর হামলা হয়। ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক শুভ্রকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকারীদের বিচার দাবিতে আটক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ কর্মী সমর্থকরা।

Exit mobile version