Site icon Jamuna Television

বাচ্চার নাম ‘টুইফিয়া’ রেখে ১৮ বছর ওয়াইফাই ফ্রি!

বাচ্চার নাম ‘টুইফিয়া’ রেখে ১৮ বছর ওয়াইফাই ফ্রি!

নবজাতকের নাম ‘টুইফিয়া’ রাখায় ১৮ বছরের জন্য ওয়াইফাই পরিষেবা জিতে নিল এক দম্পতি। সুইজারল্যান্ডে এ ঘটনা ঘটেছে। খবর- দ্য সান।

মেয়ে হলে নাম রাখতে হবে ‘টুইফিয়া’ আর ছেলে হলে ‘টুইফাস’। এমন শর্ত মানলে ১৮ বছরের জন্য ফ্রি ওয়াইফাই দেয়ার বিজ্ঞাপন দিয়েছিল সুইজারল্যান্ডের একটি ইন্টারনেট প্রোভাইডার সংস্থা।

আর সেটা দেখেই দেশটির এক দম্পতি নবজাত মেয়ের নাম রাখলেন ‘টুইফিয়া’। বিনিময়ে তারা ১৮ বছর পর্যন্ত ফ্রি ওয়াইফাই পরিষেবা পাবেন।

জানা যায়, ওই সুইস ইন্টারনেট প্রোভাইডার সংস্থার নাম হচ্ছে-টুইফাই। নিজেদের প্রচারের জন্যই এমন অভিনব অফার দিয়েছিল কোম্পানিটি।

যে দম্পতি সেই অফার লুফে নিয়েছেন তাদের পরিচয় অবশ্য জানা যায়নি। কোম্পানির শর্ত মেনেই যে মেয়ের নামকরণ করা হয়েছে, তার প্রমাণও দেয় টুইফিয়া।

সদ্য জন্ম নেয়া ওই শিশুর সরকারি জন্ম সনদ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়।

এক প্রতিক্রিয়ায় ওই দম্পতি জানান, এখন থেকে বাড়িতে ইন্টারনেটের জন্য তাদের কোনও খরচ লাগবে না। আর সেই বাবদ যে টাকা বাঁচবে তা জমিয়ে রাখা হবে মেয়ের নামেই। জমানো সেই টাকা দিয়ে ১৮ বছর পরে মেয়েকে গাড়ি কিনে দেওয়া হবে।

Exit mobile version