Site icon Jamuna Television

মহাসড়ক ছেড়ে ট্রাক ঢুকে পড়লো ঘরে; প্রাণ গেলো ঘুমন্ত শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার:

মহাসড়ক ছেড়ে দ্রুতগামী ট্রাক ঢুকে পড়লো নিকটস্থ ঘরে, আর তাতে চাপা পড়ে নিহত হলো ঘুমিয়ে থাকা কলেজছাত্র।

সোমবার ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থীর নাম নাসিম উদ্দিন রাজিব (১৮)। সে ওই গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া গজাইল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, ভোর রাতে ঢাকা থেকে রড বোঝাই একটি দ্রুতগামী ট্রাক রাজশাহী যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন রইচ উদ্দিনের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা তার ছেলে কলেজ শিক্ষার্থী নাসিম উদ্দিনকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক।

পুলিশ আরও জানায়, নিহত রাজিবের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পরিবহন আইনে ট্রাকের ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হবে।

Exit mobile version