Site icon Jamuna Television

শখের বশে মাছ শিকারে গিয়ে নৌকাডুবি: ১ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের বাঁকখালী নদীতে শখের বশে মাছ শিকারে গিয়ে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

সোমবার দুপুর ২টার দিকে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরী দল বাকখালী নদীর মোহনা থেকে নিখোঁজ মো. ইউনুসের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকারী দলের টিম লিডার ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এখনো নিখোঁজ রয়েছেন বেলাল নামে অপর এক যুবক। তারা দুজনেই কক্সবাজার শহরের নতুন বাহারছরা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে এই ২ জন স্রোতের টানে তলিয়ে যায়।

এসময় নৌকার মাঝি আব্দু শুক্কুর (৩২) সাঁতার কেটে কুলে ফিরে আসলেও ফিরতে পারেনি ওই দুইজন। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।

Exit mobile version