Site icon Jamuna Television

সিলেটে রায়হানের মৃত্যু: ৩ কনস্টেবলের জবানবন্দি নিচ্ছেন আদালত

পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান।

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানের মৃত্যুর ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন তিন কনস্টেবল।

সোমবার দুপুরে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল শামীম, সাইদুর ও দেলোয়ারকে হাজির করা হয়। সেখানে সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় যারা ফাঁড়িতে কর্মরত ছিলেন, তাদের মধ্যে চারজনকে সাসপেন্ড ও তিন জনকে ক্লোজ করা হয়। বাকিরা এখনও কর্মরত। তাদের মধ্যেই তিন জনের সাক্ষ্য নেয়া হচ্ছে আজ।

মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর পলাতক। ১১ অক্টোবর রাতে রায়হানকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে দাবি তাদের।

Exit mobile version