Site icon Jamuna Television

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াড ঘোষণা; বাদ পড়লেন যারা!

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ সদস্যের পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। যেখানে জায়গা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিক, সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের।

টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক।

৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। ৩০ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

দলের সদস্যরা হলেন বাবর আজম, হায়দার আলী, আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, হ্যারিস সোহেল, আবিদ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, মুসা খান, ওহাব রিয়াজ, উসমান কাদের, জাফর গোহর।

Exit mobile version