Site icon Jamuna Television

বেগমগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর ৭ সদস্য আটক

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাং এর সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সুমন, সম্রাট, হৃদয় ও তুফার বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে রয়েছে এলাকায় আলোচিত নাসরুল্যাহ নেহাল, মোরশেদ আলম বাবু, জহির, ইমাম উদ্দিন সাব্বির, তানজিদ মেহরাজ, জাবেদ ও দাইমুল ইসলাম। আটক সাত জনের নামে একাধিক মামলা থাকার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আরও কোন অভিযোগ আছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version