Site icon Jamuna Television

মা হতে চলেছেন অমৃতা রাও

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও। জানালেন, ৯ মাসের অন্তঃসত্ত্বা তিনি।

খুশির এই খবর সামনে আনলো আনন্দবাজার প্রত্রিকা। পোস্টে একইসাথে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন কারণ এই সুখবর এতদিন লুকিয়ে রেখেছিলেন তাই। স্বামী আর জে আনমোলের সঙ্গে ছবি পোস্ট করে অমৃতা লেখেন, ‘আপনাদের জন্য এটি দশম মাস। কিন্তু আমাদের কাছে এটি নবম মাস। সারপ্রাইজ সারপ্রাইজ… আনমোল এবং আমি অপেক্ষার নবম মাসে রয়েছি।’

পোস্টে আরও লেখা হয়, ‘আমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আমরা খুবই খুশি (এতগুলো দিন এই খবরটি লুকিয়ে রাখার জন্য আমরা খুবই দুঃখিত)। খবরটি সত্যি। খুব শীঘ্রই আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আমাদের পরিবার, আনমোল এবং আমি একটি নতুন যাত্রা শুরু করতে শুরু করতে চলেছি। ধন্যবাদ এই পৃথিবীকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।’

ছবিতে সাদা হাঁটু ঝুলের জামায় স্নিগ্ধ অমৃতা। স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। স্বামীর ভালবাসার আলিঙ্গনে আবদ্ধ নায়িকা।

Exit mobile version