Site icon Jamuna Television

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ইতালিতে কড়াকড়ি আরোপ

করোনা মহামারির দ্বিতীয়দফা ধাক্কা সামলাতে নতুনভাবে কড়াকড়ি আরোপ করলো ইতালি। রোববার কার্যকর করা হয়
এই সিদ্ধান্তগুলো।

প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জানান, দেশজুড়ে লকডাউন এড়াতেই এ পদক্ষেপ। এর ফলে জনবহুল এলাকা রাত ৯টার মধ্যে বন্ধ করতে পারবেন মেয়ররা। রেস্তোঁরা চালু রাখার সময় এবং জনসমাগমের আকারও নির্ধারণ করবেন তারা। নতুন বিধিমালায় মাধ্যমিক স্কুলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে; কঠোরভাবে মানতে হবে শারীরিক দূরত্ব। রাতে বন্ধ থাকবে পানশালা-রেস্তোঁরা। সন্ধ্যা ৬টার পর খোলা জায়গায় টেবিল সার্ভিস চালু থাকলেও; ছ’জনের বেশি জমায়েত হতে পারবেন না।

স্থানীয় পর্যায়ের সব সম্মেলন, উৎসব, খেলাধূলা অর্নিদ্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে এই কড়াকড়ির আওতায়। রোববারও, ১২ হাজারের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয় দেশটিতে, করোনাভাইরাসে প্রাণ হারান ৭০ জন।

Exit mobile version