Site icon Jamuna Television

বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম পীঠস্থান হবে ভারত: মোদি

ভারত বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম পীঠস্থান হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির মাইসোর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মোদি। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ’র।

মোদি জানান, ভারতকে বিশ্বের মধ্যে উচ্চশিক্ষার অন্যতম পীঠস্থান হিসেবে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ দিন তিনি দেশটির নতুন জাতীয় শিক্ষানীতি প্রয়োগের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, দেশটির নতুন শিক্ষানীতিতে ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি তাদের ক্যাম্পাস তৈরি করতে পারবে। বিশ্বের ১০০টি বিদ্যালয়েকে বেছে নেওয়ার কাজ শুরু হবে এই নয়া জাতীয় শিক্ষানীতি মেনে। ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স স্ট্যাটাস’ রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দেওয়া হবে।

Exit mobile version