Site icon Jamuna Television

বগুড়ায় মৎসকন্যা আকৃতির শিশুর জন্ম

বগুড়া ব্যুরো

বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। সোমবার রাতে জন্ম নেয়া শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যাচ্ছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আকতার সন্তান প্রসবের জন্য বিকেলে হাসপাতালে ভর্তি হন। রাত ৮টার দিকে কোনও অপারেশন ছাড়া স্বাভাবিকভাবে তিনি ওই শিশুটির জন্ম দেন। জন্মের পর দেখা যায়, কোমরের নিচ থেকে শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো এবং তার পায়খানা ও প্রস্রাবের কোনও অঙ্গ নেই শরীরে।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শামসুজ্জামান জানান, শিশুটির দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে, দেখতে মৎস্য আকৃতির মতো মনে হয়। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।

Exit mobile version