Site icon Jamuna Television

বিএনপি নেতৃত্ব শূন্যতায়, জাতীয় পার্টি সম্ভাবনাময় দল: জিএম কাদের

বিএনপির নেতৃত্বে বিরাট শূন্যতা তৈরি হয়েছে তাই জাতীয় পার্টি সম্ভাবনাময় দল হিসেবে আত্মপ্রকাশ করছে বল মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার দুপুরে বনানীতে জাতীয় শ্রমিক পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সাংগঠনিক দুবর্লতার কারণে জাতীয় পার্টি জনগণের কাছে পৌঁছাতে পারছে না। তাই দলকে শক্তিশালী করতে সব নির্বাচনে অংশ নেয়া হবে।

এসময় দুর্নীতি এবং বিচারহীনতার কারণে ক্ষমতাসীন দলের প্রতি মানুষের আস্থা কমছে বলেও উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিকল্প শক্তি হিসাবে কাজ করবে।

Exit mobile version