Site icon Jamuna Television

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশীদ নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা।

মঙ্গলবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রশীদ রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধপথে অস্ত্র এনে দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলো।

রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

Exit mobile version