Site icon Jamuna Television

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতি সমর্থিত ছাত্র সংগঠনের নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রত্ন চাকমা নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

স্থানীয়রা জানান, দুপুরে সদরের বাবুপাড়া এলাকায় রত্ন চাকমার উপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী। এতে ঘটনাস্থেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত রত্ন চাকমা জনসংহতি সমিতি- জেএসএস সমর্থিত ছাত্র সংগঠনের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Exit mobile version