Site icon Jamuna Television

শুটিংয়ে আহত আমির খান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান লাল সিং চাড্ডার শুটিংয়ে আহত হয়েছেন। খবর এইসময়ের।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ছবির কিছু অ্যাকশন সিকুয়েন্স শুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা আমির খান। তবে এই আঘাত তার কাজ আটকে রাখতে পারেনি। আঘাত পাওয়ার পরেই ব্যথার ওষুধ খেয়ে কাজ শুরু করেন তিনি।

তিনি চাননি তার জন্য শুটিংয়ের কোনো ক্ষতি হোক। তাই পাঁজরের যন্ত্রণাকে নজর আন্দাজ করে চালিয়ে গেলেন কাজ। তবে এই প্রথমবার নয়। এর আগেও শুটিং করতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন আমির খান।

বক্স অফিসে আমির খানের পরবর্তী ছবি হতে চলেছে ‘লাল সিং চড্ডা’। এখন এই অভিনেতা তার আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ইউএইচ/

Exit mobile version