Site icon Jamuna Television

সুগন্ধা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড, ১টি ড্রেজার এবং ২টি বলগেট আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন, মো. জালাল (৬৫), মো. রাসেল খান (২২), মোমিন হাওলাদার (৩৫) এবং মহসিন (৩৫)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. হাসান জানান, মঙ্গলবার ভোর ৬টায় ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫ জন বালু শ্রমিককে বালু উত্তোলনের সময় আটক করা হয় এবং একটি বালু উত্তোলনের ড্রেজার ও দুটি বালু বহনকারী ভলগেট জব্দ করা হয়। এদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।

অপরদিকে, ভাঙ্গলকুলের জনগণ ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীকে ধন্যবাদ এবং এই অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version