Site icon Jamuna Television

মিথিলাকে শাড়ি দিলেন মমতা ব্যানার্জি

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন কলকাতার বউ। আর বিয়ের পর প্রথম দুর্গোৎসবে শ্বশুরবাড়িতেই আছেন মিথিলা। উৎসব উপলক্ষে বর সৃজিতের বন্ধুদের কাছ থেকে নানা উপহার পাচ্ছেন তিনি। পাচ্ছেন শাশুড়ি ও আত্মীয়দের কাছ থেকেও। উপহার দেয়ার এই তালিকায় রয়েছেন আরও অনেকে।

কিন্তু এমন উৎসবে উপহার হিসেবে খােদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শাড়ি উপহার আসায় আনন্দ যেন কয়েক গুণ বেড়ে গেছে মিথিলার।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে ভীষণ আনন্দিত রাফিয়াত রশিদ মিথিলা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শাড়ি উপহার পেয়েছেন তিনি।

অবশ্য, মমতার ব্যানার্জির কাছ থেকে মিথিলার বর ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও পাঞ্জাবি উপহার পেয়েছেন।

ইউএইচ/

Exit mobile version