Site icon Jamuna Television

কলারোয়ায় ৪ জন খুন: গ্রেফতার আরও তিন

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলশী গ্রামের দু’শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে। গ্রেফতারকৃতরা হলেন, খলশী গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, কাশেম ঢালীর ছেলে পুলিশের সোর্স আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের সামছুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম।

কলারোয়া আদালতের পুলিশ উপ-পরিদর্শক কায়েস মাহমুদ জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রিমান্ডে নেওয়া রায়হানুল হকের জবানবন্দি অনুযায়ী ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি’র সাতক্ষীরার বিশেষ পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ড আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে সব বিষয় প্রকাশ করা যাচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version