Site icon Jamuna Television

মাধ্যমিকে এবারের মূল্যায়ন পদ্ধতি জানা যাবে আজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

আজ বুধবার জানা যাবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি।

দুপুর ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে এবারের মাধ্যমিকে কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে, তা জানাবেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

করোনার কারণে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে।

এর আগে করোনার জন্য পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করা হয়।

গেল ১৭ মার্চ থেকে করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Exit mobile version