Site icon Jamuna Television

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাসোগির বাগদত্তার মামলা

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাসোগির বাগদত্তার মামলা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা করেছেন, নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিজ চেঙ্গিজ। খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে এ মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিস্ট্রিক্ট আদালতে।

মঙ্গলবার দায়েরকৃত এ মামলায় অভিযুক্তদের তালিকায় আছেন, যুবরাজের ঘনিষ্ঠ আরও বেশ ক’জন শীর্ষ সৌদি কর্মকর্তা।

অভিযোগপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্রে নির্বাসিত খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র আনতে রিয়াদের মার্কিন দূতাবাসে যাওয়ার পরই তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। তুর্কি নাগরিক চেঙ্গিজের সাথে বিয়ের আগে, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। সৌদি সরকারের কট্টর এই সমালোচককে হত্যায় সরাসরি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বিন সালমান; মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র (CIA) অনুসন্ধানেও উঠে এসেছে এমন তথ্য।

উল্লেখ্য, সুপরিচিত সৌদি সাংবাদিক জামাল খাসোগি সৌদি আরবের বিভিন্ন সংবাদ সংস্থার হয়ে আফগানিস্তানে সোভিয়েত অভিযান এবং আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের উত্থানসহ গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেন। ৫৯ বছর বয়সী জামাল খাসোগি বেশ কয়েক দশক সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং সৌদি সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Exit mobile version