Site icon Jamuna Television

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাক চাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সমেশপুরে পণ্যবাহী ট্রাক চাপায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকালে বেলকুচি উপজেলার সমেশপুর আঞ্চলিক সড়কে হাটতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সমেশপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহম্মেদ ও স্থানীয়রা জানান, সকালে সমেশপুর আঞ্চলিক সড়কে মর্নিং ওয়ার্কে গেলে অপর প্রান্ত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক চাপায় সে মারা যায়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।

ইউএইচ/

Exit mobile version