Site icon Jamuna Television

১০ দফা দাবি আদায়ে পবিপ্রবিতে কর্মচারীদের বিক্ষোভ

পটুয়খালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে তিন শতাধিক কর্মচারী ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করছে। এটি কোন ভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। এসব যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরে যাবে না। আগামী পয়লা নভেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচী চলবে বলেও জানান তারা।

কর্মচারীদের এই ১০ দফা দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারিও দেয়া হয় কর্মচারী পরিষদের পক্ষ থেকে।

Exit mobile version