Site icon Jamuna Television

দেশে ফেরা মাত্রই পি কে হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমানো পি কে হালদার দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা।আত্মসাতের টাকা উদ্ধার করে দিতে, দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন পি কে হালদার। সেটির শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

২৫ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় দেশে আসবে প্রশান্ত কুমার হালদার। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস থেকে এক হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে।

এছাড়াও সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। পরে পালিয়ে যান কানাডায়। তাকে গ্রেফতারে পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

ইউএইচ/

Exit mobile version