Site icon Jamuna Television

ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ১১৪ কেজি বাঘা আইড়!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ১১৪ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। পরে ১ লাখ ১১ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

ব্রহ্মপুত্র নদে প্রতিদিনের ন্যায় বুধবার ভোরেও মাছ ধরতে যান রাশিদুল ইসলাম (৫০)। এ সময় উপজেলার নয়ারহাট ইউনিয়নের নাইয়ার চর এলাকায় তার জালে এই মাছটি ধরা পড়ে। পরে তিনি রাণিগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার মাছ ব্যবসায়ী রঘুনাথ দাসের কাছে ১ লাখ ১১ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। 

মাছ ব্যবসায়ী রঘুনাথ দাস থানাহাট বাজারে মাছটি কেঁটে ১২০০ টাকা কেজি দরে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রির কথা জানান।

Exit mobile version