Site icon Jamuna Television

পাবনায় ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক দুই

পাবনা প্রতিনিধি :

পাবনায় ১২০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদরের টেবুনিয়া বাজার থেকে বুধবার রাত আটটায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে বাদশা উদ্দীন (২১) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার শিবপুরের আব্দুস সালামের ছেলে জসিম উদ্দিন (২৩)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Exit mobile version