Site icon Jamuna Television

তৃতীয় দিনের মতো ধর্মঘটে পণ্যবাহী নৌ যান শ্রমিকরা

তৃতীয় দিনের ধর্মঘটে পণ্যবাহী নৌ যান শ্রমিকরা

খাদ্য ভাতার দাবিতে পণ্যবাহী নৌ যানের শ্রমিকরা তৃতীয় দিনের ধর্মঘট করছে। এতে পণ্য পরিবহন ও খালাসে অচলাবস্থা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গর থেকে পণ্য খালাস বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে গেছে সারাদেশে নৌ পথে পণ্য পরিবহনও। চলছে না লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার ও বাল্কহেড কার্গো।

শ্রমিকরা বলছেন, মূল বেতন থেকে খাদ্য ভাতা কেটে নেয়ার পর নূন্যতম বেতন থাকে সাত হাজার টাকা। যা দিয়ে সংসার চালানো কঠিন। মঙ্গলবার মতিঝিলে বিআইডব্লিউটিএ’র অফিসে শ্রমিক ও নৌ-মালিকদের বৈঠকে ১১ দাবির মধ্যে ১০ বিষয়ে সমাধান হলেও খাদ্যভাতার বিষয়টি সুরাহা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

Exit mobile version