Site icon Jamuna Television

নোয়াখালীতে দুই গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

নোয়াখালীতে দুই গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

নোয়াখালীর দুটি উপজেলায় একজন অন্তঃসত্ত্বা’সহ দুই গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, গতকাল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি ইউনিয়ন যুবলীগ পশ্চিমের সভাপতি মজিবুর রহমান শরীফকে গ্রেফতার করা হয়েছে। ওই গৃহবধূর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি মামলায় শরীফকে গ্রেফতার দেখানো হয়। এদিকে অভিযুক্ত মজিবুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর উল্যাহ পাটোয়ারী।

এদিকে সেনবাগে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গতকাল মামলা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, তার স্বামী যে মাইক্রোবাস চালান, সেটির মালিকের ছোট ভাই পারভেজ গত ৯ অক্টোবর ১০/১২ জন সঙ্গী নিয়ে বাড়িতে যান। পারভেজ ধর্ষণের পর ভিডিও ধারণ করে এবং হুমকি দেয় তার সঙ্গীরা। ওই নারী বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত শুভ, রকি ও হাছানকে গ্রেফতার করা হয়েছে।

তবে, মামলার মূল আসামি পারভেজকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে ওই ভিকটিমের স্বামী নিখোঁজ রয়েছেন।

Exit mobile version