Site icon Jamuna Television

রিয়াদে অনুষ্ঠেয় জি টোয়েন্টি সম্মেলন বর্জনের আহ্বান ৪৫ মার্কিন আইনপ্রণেতার

সৌদি আরবে অনুষ্ঠেয় জি টোয়েন্টি সম্মেলন বর্জনে ওয়াশিংটনের প্রতি আহ্বান ৪৫ মার্কিন আইনপ্রণেতার

সৌদি আরবে অনুষ্ঠেয় জি টোয়েন্টি সম্মেলন বর্জনে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানালেন ৪৫ মার্কিন আইনপ্রণেতা। আগামী ২১ ও ২২ নভেম্বর রিয়াদে একত্রিত হবেন, বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

সম্মেলন সামনে রেখে বুধবার একটি চিঠি প্রকাশ করেন ইলহান ওমরসহ অর্ধশত মার্কিন কংগ্রেস সদস্য। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেয়া হয় চিঠিটি। এতে, সৌদি আরবে কারাবন্দি অধিকার কর্মীদের মুক্তি; ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ; এবং নিহত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ ব্যাপারে মার্কিন প্রশাসন বা রিয়াদ এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চলতি মাসেই একই অভিযোগে, সম্মেলনে ইউরোপীয় রাষ্ট্রনেতাদের উপস্থিতি কমানোর তাগিদ দিয়ে প্রস্তাব পাস করে ইউরোপীয় ইউনিয়ন।

Exit mobile version