Site icon Jamuna Television

সৃজিত-মিথিলার ঘরে নতুন অতিথি

সৃজিত-মিথিলার ঘরে নতুন অতিথি

এই পূজায় সৃজিতের কাছেই আছেন মিথিলা। তাদের সঙ্গে আছে মিথিলা-তাহসানের মেয়ে আইরা। এবার ঘরে এসেছেন নতুন দুই অতিথি। যাদের নাম হ্যারি ও হারমাইনি। খবর- হিন্দুস্তান টাইমস।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন দূরে ছিলেন দুই বাংলার আলোচিত জুটি। তবে বিশেষ ব্যবস্থায় মিথিলা চলে গেছেন সৃজিতের টানে। তারপর শুটিংয়ের কাজে মুম্বাই উড়ে গিয়েছিলেন সৃজিত। সম্প্রতি কলকাতায় ফিরেছেন পরিচালক। এর মাঝেই সুখবর দিলেন মিথিলা। আইরাকে নিয়ে ভালোই দিন কাটছিল এই দম্পতির। কিন্তু আইরার ভালোবাসায় ভাগ বসাতে বাড়িতে এসেছে দুই অতিথি। তাদের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলেন মিথিলা।

এই অভিনেত্রী বাড়িতে এনেছেন দুটি কচ্ছপ। আদর করে তাদের নাম রেখেছেন- হ্যারি আর হারমাইনি। মেয়ের আবদার আর ঘরের সৌন্দর্য্য পূরণেই এমন আয়োজন।

https://www.instagram.com/p/CGkkoK0BiKe/?utm_source=ig_web_copy_link

এদিকে কচ্ছপ দুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন- তবে রন কোথায়?

জবাবে মিথিলা বলেন, ‘পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?’

Exit mobile version