Site icon Jamuna Television

রাজশাহীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসকসহ দুই জনের মৃত্যু

রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় চার বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে চন্দ্রিমা থানার মামলা করেছেন।

পুলিশের ভাষ্যমতে, গতকাল সকালে ঐ শিশুকে বাড়িতে রেখে কাজে যান তার বাবা-মা। বেলা সাড়ে এগারটার দিকে শিশুটি অন্যদের সাথে খেলার সময় প্রতিবেশি ১৫ বছরের কিশোর তাকে ডাক দেয়। চকলেট দেয়ার কথা বলে বাড়ির পাশের ছাদে নিয়ে ধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে বাবা-মা শিশুটির রক্তক্ষরণ দেখতে পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।  

পুলিশ জানিয়েছে, রাতে মামলা দায়ের পর থেকেই অভিযুক্ত কিশোরকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version