Site icon Jamuna Television

অলস পড়ে আছে অনেক ল্যাব; করোনা পরীক্ষার জন্য আসছে না মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

শতাধিক ল্যাবের অনেকগুলো অলস পড়ে থাকলেও মানুষ করোনা পরীক্ষার জন্য আসছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বলেন, নূন্যতম উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা করতে হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ক্যাথলেবের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখন ঘুরে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় না বলেও দাবি তার। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় করোনা সফলভাবে মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ।

শীতকালে করোনা রোগী বাড়ার আভাস দিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আরও সচেতন হতে হবে। ভ্যাক্সিন ইস্যুতে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ভ্যাক্সিন যেগুলো শুরুর দিকে আছে তাদের সাথে আর্থিকভাবে চুক্তির কথা ভাবছে সরকার।

Exit mobile version