Site icon Jamuna Television

করোনায় আজও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৬৯৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৯৬ জনের শরীরে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী।

আজ বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। আর ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬টি। এখন পর্যন্ত মোট ২২ লাখ ছয় হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Exit mobile version