Site icon Jamuna Television

তাইওয়ানে ১৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন

তাইওয়ানে ১৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। কংগ্রেসে পাঠানো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদসহ তিন ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির কথা বলা হয়েছে।

চীনের সাথে উত্তেজনার মধ্যেই, বুধবার প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায় এ তথ্য। অস্ত্র বিক্রি বন্ধে আপত্তি থাকলে তা জানাতে কংগ্রেসকে ৩০ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে। ‘এক চীন নীতি’র কারণে তাইওয়ানের সাথে অস্ত্র কেনাবেচার প্রশ্নে বরাবরই বিরোধিতা করে আসছে বেইজিং। যদিও স্বাধীনতাপন্থি তাইওয়ান সরকার নিজেদের পররাষ্ট্রীয় ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

১৯৪৯ সালে গৃহযুদ্ধে বিচ্ছিন্ন হলেও, এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। এদিকে, চীনা গণমাধ্যমের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version