Site icon Jamuna Television

পদত্যাগের ১ বছর পরে ফের লেবাননের ক্ষমতায় হারিরি

ছবি: রয়টার।

লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ঠিক এক বছর আগেই। কিন্তু ফের ক্ষমতা পেয়েছেন সাদ হারিরি। গত বছরের অক্টোবরে তিনি বিক্ষোভের মুখে পদত্যাগ করেন।

আল জাজিরা জানায়, সংসদ সদস্যদের সিংহভাগ ভোট পেয়ে নাকি আবারও বিজয়ী হয়েছেন হারিরি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা জানান। সুন্নি মুসলিম রাজনীতিক হারিরির জন্য এটি হবে চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন।

বিশেষজ্ঞদের নিয়ে মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দ্রুতই দেশকে গভীর সংকট থেকে বের করে আনতে হবে।

উল্লেখ্য, ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবানন এখন সবচেয়ে সংকটময় সময় পাড়ি দিচ্ছে। দেশটিতে ব্যাংকিং, মুদ্রা সঙ্কট, রাষ্ট্রীয় ঋণ এবং দারিদ্র্য বেড়ে যাওয়ার মতো কঠিন চ্যালেঞ্জ রয়েছে।

হারিরির প্রধানমন্ত্রী হওয়া বিক্ষোভকারীদের জন্য পরাজয় হতে পারে। পরিবর্তনের দাবিতে বিক্ষোভে নামা মানুষেরা হারিরিকে রাজনৈতিক শ্রেণির প্রতীক হিসেবে বিবেচনা এবং সংকটের জন্য দায়ী করে আসছে।

নতুন সরকার গঠনে সমঝোতার জন্য কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্থান-পতনের পর বৃহস্পতিবার হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। হারিরিকে সমর্থন জানিয়েছে ফিউচার লেজিসলেটর, শিয়া আমাল পার্টি, ড্রুজ রাজনীতিক ওয়ালিড জুমব্লাটের দল।

Exit mobile version