Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় মোকা‌বেলায় পটুয়াখালী‌তে পু‌লিশের হট লাইন ব্যবস্থা

পটুয়াখালী প্রতি‌নি‌ধি:

ঘূর্ণিঝড় ‘গতি’ মোকাবেলায় পটুয়াখালীতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার রাত ৮টায় দরবার হলে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, ইতোমধ্যে সকল উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় ৯০০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। রয়েছে পুলিশের বিশেষ হট লাইন ব্যবস্থা।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ফনিতে কলাপাড়ায় একজন সিপিবি সদস্য মারা গেছেন। তার সুরক্ষা সামগ্রী সঠিক ছিলো না। তাই ঘূর্ণিঝড় গতি’তে যে সকল ভলান্টিয়ারটা কাজ করবেন তাদের নিজের সুরক্ষা সর্বোপরি নিশ্চিত করে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জেলায় ২৮৫ মেট্টিকটন চাল মজুদ রয়েছে। এছাড়া ৩ লাখ নগদ টাকা প্রস্তুত রয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শেখ বিলাল হোসেন জানান, সকল তথ্য দিতে টোল ফ্রি ৯৯৯ কল দিতে হবে। এছাড়া পটুয়াখালী জেলার পুলিশ হটলাইন: ০১৩২০১৫৬০৯৯।

জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ্ বলেন, সমুদ্রে কোন ট্রলার নেই। তবে নদীতে দুই একটি নৌকা থাকতে পারে। আজও অভিযান চলমান রয়েছে। এছাড়া মা‌ছের ঘেরে জাল দিয়ে রাখতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. রেজাউর রহমান জানান, ১১০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সইসাথে পর্যাপ্ত ঔষধও মজুদ রয়েছে।

নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, ৬৫ ফুটের নিচের নৌযান ও স্পিডবোট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকার ডাবল ডেকার লঞ্চ চলাচল করছে। ত‌বে বৃহস্প‌তিবার বিকেলে ৫টায় নিষেধাজ্ঞা অমান্য করে রাঙ্গাবালী উপ‌জেলার কোড়ালিয়া ঘাট থেকে ১৮ জন নিয়ে একটি স্পিডবোট ছেড়ে আসলে মাঝ নদীতে ডুবে যায়। এতে ১৩ জন সাতরে কিনারায় উঠছে। ৫ জন নিখোঁজ রয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করায় দোষী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভলান্টিয়ার মো. জহিরুল ইসলাম বলেন, সিপিবি-৫টি উপজেলায় ৬ হাজর, ফায়ার সার্ভিস ৫০ জন, রেডক্রিসেন্ট ৫০ জন, যুব উন্নয়নের ৩০০ জন ভলান্টিয়ার প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জরুরী সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত সার্বিক) জি এম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী ইকবাল, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।

Exit mobile version