Site icon Jamuna Television

করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রে ছাড়পত্র পেলো রেমডাসিভির

কোভিড নাইনটিনের চিকিৎসায়, যুক্তরাষ্ট্রে ছাড়পত্র পেলো রেমডাসিভির। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেহে স্যালাইনের মাধ্যমে এই অ্যান্টিভাইরাল প্রয়োগে, বৃহস্পতিবার অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন।

বলা হচ্ছে, এটি প্রয়োগের ফলে, করোনা আক্রান্তদের সুস্থতা লাভের সময় কমে এসেছে কমপক্ষে পাঁচদিন। সুস্থ হতে আগে গড়ে ১৫ দিন সময় লাগলেও এ ওষুধ প্রয়োগে তা নেমে আসছে ১০ দিনে। ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সের প্রস্তুতকৃত ওষুধটি নিতে, করোনা রোগীদের বয়স হতে হবে কমপক্ষে ১২ বছর এবং ওজন হতে হবে ন্যূনতম ৪০ কেজি।

মহামারির শুরুতে কেবল জরুরি ব্যবহারের অনুমোদন ছিল রেমডাসিভিরের। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর এ ওষুধেই সেরে ওঠেন তিনি। প্রায় ৫০টি দেশে করোনা সারাতে সাময়িক অনুমোদন রয়েছে রেমডাসিভিরের। এর আগে করোনার চিকিৎসায় সাফল্য দেখায় ডেক্সামেথাসন স্টেরয়েড।

Exit mobile version